১১
ভালোবাসার আঁচলে লুকিয়ে রেখে ছুরি ধোঁকায় মারলে আমায়?
আমি তো হাসতে হাসতে মরতে পারতাম তোমার ভালোবাসায়!
১২
ক্ষুদ্রমনা বন্ধুর চেয়ে বড় মনের হৃদয়বান শত্রু ভালো
নিমকহারাম আপনের চেয়ে কৃতজ্ঞকারী বেগানা ভালো
১৩
বান্দা বন্দেগি করতে করতে জিন্দেগি শেষ
তবু এতটুকু ঘুচাতে পারলে না হিংসাবিদ্বেষ
১৪
কাঁটার পথে যে চলতে অক্ষম
গন্তব্যে পৌঁছতে সে নয় সক্ষম
১৫
মেহেদিপাতা দেখেছ? দেখেছ তার হৃদয়ের ক্ষত?
নিজেকে পিষ্ট করে ফুটে তুলে অপরের সৌন্দর্য!
১৬
জাফলঙের পাথরের অন্তরে পরোপকারের সাধ
আত্মদানে গড়ে তুলছে আমার সুলতানি প্রাসাদ
১৭
মারোয়া ষাঁড় ও স্বার্থপর ভাই দুইয়ে আঘাতী হতে দেরি নেই
দুইয়ে কাছে রাখা মস্তবড় ভুল—মারাত্মক ক্ষতি করবে সময়ে
১৮
তুমি যা করছ লিখে রাখছ ঋণের খাতায়!
আমি যা করেছি ওঠেনিও দানের পাতায়?
১৯
আমার ক্ষতির ইচ্ছেসাধন যার
তার জন্যে মঙ্গলপ্রার্থন আমার
২০
জীবন বলে মরণকূপেই ধাক্কা দিলে আমায়?
আমি তো ভেবেছিলাম প্রাণের বন্ধু তোমায়!