Posts

বাংলা সাহিত্য

দু-লাইনের গল্প পর্ব২

January 30, 2025

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

172
View

১১ 
ভালোবাসার আঁচলে লুকিয়ে রেখে ছুরি ধোঁকায় মারলে আমায়? 
আমি তো হাসতে হাসতে মরতে পারতাম তোমার ভালোবাসায়! 
১২ 
ক্ষুদ্রমনা বন্ধুর চেয়ে বড় মনের হৃদয়বান শত্রু ভালো 
নিমকহারাম আপনের চেয়ে কৃতজ্ঞকারী বেগানা ভালো 
১৩ 
বান্দা বন্দেগি করতে করতে জিন্দেগি শেষ 
তবু এতটুকু ঘুচাতে পারল না হিংসাবিদ্বেষ 
১৪ 
কাঁটার পথে যে চলতে অক্ষম 
গন্তব্যে পৌঁছতে সে নয় সক্ষম 
১৫ 
মেহেদিপাতা দেখেছ? দেখেছ তার হৃদয়ের ক্ষত? 
নিজেকে পিষ্ট করে ফুটিয়ে তুলে অপরের সৌন্দর্য! 
১৬ 
জাফলঙের পাথরের অন্তরে উপকারের কী স্বাদ 
আত্মদানে গড়ে তুলছে কত সুলতানি প্রাসাদ 
১৭ 
মারোয়া ষাঁড় ও স্বার্থপর ভাই দুইয়ে আঘাতী হতে দেরি নাই 
দুইয়ে বিশ্বাস করা মারাত্মক ভুল—চেনা যাবে স্বার্থের বেলায় 
১৮ 
তুমি যা করছ লিখে রাখছ ঋণের খাতায়? 
আমি যা করেছি ওঠেনিও দানের পাতায়! 
১৯ 
আমার ক্ষতির সাধনায় আছ তুমি? 
তোমার মঙ্গলপ্রার্থনা করছি আমি! 
২০ 
জীবন বলে মৃত্যুকূপেই ধাক্কা দিলে আমায়? 
আমি তো ভেবেছিলাম প্রাণের বন্ধু তোমায়! 
 

Comments

    Please login to post comment. Login