Posts

কবিতা

বর্ণবাদ (Premium)

February 18, 2025

MD Ashik Islam

0
sold
বর্ণবিদ
মোঃ আশিক ইসলাম

"সাদা হয় সুন্দর
কালো হয় কুৎসিত "
এ কথা বলে বেড়ায়
কোন সে বর্ণবিদ?
এ চরাচর- মনুষ্যজাতি
সকলেই তো স্রষ্টার সৃষ্ট
তুমি প্রভেদ করার কে বলো ভাই?
তুমি নিজেই তো দেখছি নিকৃষ্ট.
বর্ণ দেখে বিচার করে চলেছো
কে হয় সুন্দর কে হয় কুৎসিত
ওহে বর্ণবিদরা তোমরা করিতেছো ভুল
তাহার সৃষ্টিকে ঘৃণা করিয়া
পূজিতেছো দিয়া ফুল.
এ সমাজের বিবাহে যদি কনে হয় কালো
কালোর ঘনত্ব কিউবিক ফুটে মেপে
পণ দাবি করে আরো.
ওহে শোনো সব সমাজদ্রোহীরা
নারীরা তো কোনো পণ্য নয়
যে তার দাম-দর তোমারা করো.
'কালী'কে পূজা করিতে যাদের ঘৃণা নাহি লাগে
তবে তাদের কেনো
কালো নারীদের ঘৃণা লাগে।
শোনো বর্ণবিদরা তোমাদের বলি
" মনুষ্যত্বকে বিকিয়ে তোমরা
বর্ণের বিচার করেছো চলি "

This is a premium post.

Comments

    Please login to post comment. Login