Posts

কবিতা

জীবনের সুর (Premium)

February 25, 2025

Rejwan Islam Rishan

0
sold
-**জীবনের সুর** প্রথম আলোর কিরণে জেগে ওঠে দিন

, স্বপ্নের সুরে মিশে যায় হৃদয়ের বিন।

নতুন প্রভাত

, নতুন স্বপ্নের গান

, আলো-অন্ধকারে রচিত জীবনের অজানা ধ্বনি।



বাতাসে ভেসে আসে কালের সুধা, ভালোবাসা, দুঃখ—সব মিলায় আশার রথ। প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে একটি গল্প, মানুষের চোখে ফুটে ওঠে জীবনের নান্দনিক ছাপ। চল পথে, বাধা-ঝামেলা কাটিয়ে, হৃদয়ে জ্বলে প্রেমের অমল আলো। একই সুরে বাঁধা আমাদের প্রত্যাশা, লিখে যায় জীবনের অনন্ত, মধুর ফল। এই সুরে হোক প্রতিটি দিনের শুরু, একই আশায়, একই প্রীতিতে ভরা। জীবনের কাব্যে ছুঁয়ে যায় সময়ের রেখা, মানুষের লেখা, চিরন্তন—অমল আলো। --

This is a premium post.

Comments

    Please login to post comment. Login