Posts

কবিতা

দুধরাজ হবার বাসনায় দুধেল দুঃখে সোনাপাখি আমার।

March 7, 2025

হাসিন এহ্সাস লগ্ন

225
View

আহারে আহারে!
(কে তার) বিষের শিশির বোতল-হৃদয়ে
মেরি গো রাউন্ড খ্যালে!

কোথা হইতে আইলো সেই
মুন-সাইজ্ড্ দুধের ধবল জোৎস্না?
কে দিলো তারে অমৃতীয় আহ্বান,
আর কেনই যে নিলো না!

ডায়েট কোক, জিরো ক্যালরি চেনেনি তো পাখি আমার!
তবু খালি ফুল-ফ্যাট দৃষ্টিতে যায় পুইড়া—
একটা মেল্টিং চিজ-দুঃখ
অর জিভে ল্যাপ্টায়ে থাকে।

পুঁথির পাতার সোনাভান
যার মুতের তোড়ে তুরাগ হইলো
সেই সোনাভান-জাতিস্মররে ভালোবাইসা
বালির বস্তা-দুধের ভিত্রে চাপা পড়ার খায়েশ নিয়া
বুকের ভিতরে ওভারকুক্ড্ হাহাকার
সোনার আমার।

একটা ফ্রায়েড ডিজায়ার কুঁকড়ায়ে গেছে তার,
সোনাভানের জিম প্লেলিস্টে যেহেতু শুধু—
নো পেইন, নো গেইন!

দুধের ভারী দাম।
লেফ্টচোদাও রাইটে যায়
দাম দিতে চায়া।
মাগীমুখ মরদ-মরদ হইলেও
দুই মণের কিসমিসি দুধ। 
আয়হায় হায়!
ঢুইকা যাই যাই
যেমনেই পারি!

কে দেখসে কবে
গোল্ডফিশের ঘিলু যার
দুধে তার পিস্তাশিওর পেস্ট?

পাখির আর কতটা সুগার ক্রাশ হবে?
কোথায় গেলে থামবে এই কার্বোহাইড্রেট গ্রিফ?
হে চাঁদের মতোন ভারী অনাদর,
একদিন আমিও হবো জিরো গ্র্যাভিটি,
নিখোঁজ,
নিছক ব্ল্যাক হোলের কান্নায়!
আর বর্জ্যের কাব্যগীতিতে 
সিন্থেটিক নস্টালজিয়া নিয়া।

Comments

    Please login to post comment. Login