হলুদ খাম
লিংকন
১২/০৫/২০২৪
আসছে দিনে,
আমার হৃৎপিন্ডটা,
পাঁজর কেটে বের করে,
হলুদ খামে পুড়ে ,
ডাকযোগে পাঠিয়ে দিবো তোমায়।
তুমি নির্জনে বসে,
আমার হৃদয়ের কথাগুলো পড়িও,
পড়িও আমার সমস্ত আবেগ অনুভূতি
কথাগুলো।
হৃৎপিন্ডটা পাঠিয়ে দিবো তোমায়,
তুমি নির্জনে বসে,...