February 11, 2025 কবিতা স্বাধীনতার কারাগার কে বন্দী, কে মুক্ত? কালের শিকলে বাঁধা যে প্রশ্ন তার মুখে অগ্নিস্রোত— গরাদের ছায়ায় জ্বলতে থাকে স্বাধীনতার বিভ্রান্ত আলো। যে চিরকাল জাগে, তার দৃষ্টি বিদ্ধ করে আঁধারের গহ্বর, তবু চোখের গভীরে কাঁপে একটা জ্বলন্ত প্রতিপ্রশ্ন— বই মোঃ আব্দুল আউয়াল Principal of the college
February 11, 2025 কবিতা মহাযুগের দীর্ঘশ্বাস বেলা বয়ে যায়— সূর্যের জীর্ণ গাত্রে জেগে ওঠে রক্তাক্ত প্রাচীন ক্ষত, দিগন্তের কপালে ঝুলে থাকে নিঃশেষ সন্ধ্যার ম্লান অগ্নিবিন্দু। নীরবতার রিক্ত পাঁজরে আত্মার ধুলো জমে— শবযাত্রার শঙ্খধ্বনিতে কেঁপে ওঠে শতাব্দীর শূন্য কঙ্কাল। বই মোঃ আব্দুল আউয়াল Principal of the college