কবিতা
অবসর পেলে ভাবা যাবে
শুক্রবারের মেঘ, হাটুরে গায়ের ঘ্রাণ, বাছুরের হাড়ে রোদ, পৌষে নূতন ধান। নাড়ার চালের জ্বর, নীড়খসা নিমফুল, সুপুরিতে হাঁসরোদ, নকশীকাঁথায় ভুল; চৈতীধানের গান, শেষেরবেলার হাট, গ্রামটুক খানখান, কোকিলের কনসার্ট। দূরহাওয়া নদীতীর কাঁপাকাঁপা বটগাছ, কিষাণের ছেঁড়াথান, খয়েরিরঙের হাঁস, নির্জনে নারকেল, শিয়ালের খাওয়া...