নীরবতার দেয়াল ভাঙা (Premium)
গ্রামের নদীর পাশে এখনও মায়ার গল্প শোনা যায়। নদীর জল যেন বলে, "নীরবতার দেয়াল ভাঙো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও। সাহসই পারে অন্ধকারে আলো ফোটাতে। মায়ার গল্প আজও মানুষকে শেখায়, নীরবতা ভাঙার শক্তির কথা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা।

অবসর সময়ে লেখক কবিতা ও গল্প লেখতে সাচ্ছন্দ্যবোধ করেন।