জীবনানন্দ দাশ: জীবনের নিভৃত কুহক!
এক অভাবনীয় জীবনবোধের আনন্দে দেদীপ্যমান জীবনানন্দ দাশের কথা, গান, কবিতা। আমরা যতবার তাঁর ভাবরসে অবগাহন করি ততবার আমোদে আন্দোলিত হই। এমন মহত্তম আনন্দের সৃষ্টিকর্তা সেই জীবনানন্দে বুঁদ হয়ে থাকবার ঘোরলাগা নেশার অবসান কখনোই হবে না। না মৃত্যুর আগে না পরে।
সাংবাদিক, মাছরাঙা টেলিভিশন