কর্পোরেট কনসেন্ট্রেশন ক্যাম্প, রাষ্ট্রীয় প্রতারণা ও লেবার ইউনিয়ন
রাষ্ট্রের পাল্লা স্বভাবতই পুঁজির দিকে ঝুঁকে থাকে, যত দিন যায় পুঁজির পাল্লা ততই ভারী হতে থাকে। রাষ্ট্রও হয়ে উঠে পুঁজির অন্ধ পূজারী, নিতে থাকে একপাক্ষিক হঠকারী পদক্ষেপ। তাই ভারসাম্য রক্ষার জন্য জনবান্ধব শক্তিশালী গণসংগঠনের কোনো বিকল্প নেই।