নোবেলজয়ী জন ফসের সম্মানে সাহিত্য পুরস্কার চালু করল নরওয়ে
প্রতি বছর একজন নির্বাচিত অনুবাদককে দেওয়া হবে এই পুরস্কার। নরওয়েজিয়ান সাহিত্যকে অন্য ভাষায় অনুবাদ করে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ফসে প্রাইজ ফর ট্রান্সলেটরস পুরস্কারটি দেওয়া হচ্ছে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫ লাখ নরওয়েজিয়ান ক্রোন (৪৫ হাজার মার্কিন ডলার)।