রাস্তা তো বহু পরে তুমি কোন রাস্তায়?
এই ভবে মিলে না যে কোন কিছু সস্তায়/
দিনে দুপুরে/ রঙ্গিন কাপড়ে,.সম্পর্ক কত পস্তায়/
তেল থেকে নুন দোষ/শুধরানো দরকার/
যাকে যেমন চাও/তেমন পাও সরকার/
সুখ পায় স্বপ্নদোষে বেকারের ছলনা/নীতিগতি
কোন কিছু ধরে না/সুখ খোঁজে অর্থে প্রেমের বিকল্প/
পথে পথে নিলে না আমল স্বল্প/আড্ডা গাড্ডা চিনি হলে স্বল্প/
ঘরে বলে বুঝে চলো/সংসারের গল্প/কথা কি জটিল লাগে
বুঝাই তো সহজে/চরিত্র শুধরাতে চাও ভুতুড়ে জাহাজে/
গল্প যত আছে ধর্মে/কর্মের কথা কয়/
কাপড় তো তাই বলে সুতা যা কয়/
ঘটে যত নয় ছয়/সংসারের বাগানে/
চাইলেই ভালো থাকা যায়/
জাগলে রোজ আজানে//
চাইলেই ভালো থাকা যায়
উনিশে মে ২০২৫