Posts

কবিতা

চাইলেই ভালো থাকা যায়

May 19, 2025

Shumon Masum

Original Author সুমন মাসুম

69
View

রাস্তা তো বহু পরে তুমি কোন রাস্তায়?

এই ভবে মিলে না যে কোন কিছু সস্তায়/

দিনে দুপুরে/ রঙ্গিন কাপড়ে,.সম্পর্ক কত পস্তায়/

তেল থেকে নুন দোষ/শুধরানো দরকার/

যাকে যেমন চাও/তেমন পাও সরকার/

সুখ পায় স্বপ্নদোষে বেকারের ছলনা/নীতিগতি

কোন কিছু ধরে না/সুখ খোঁজে অর্থে প্রেমের বিকল্প/

পথে পথে নিলে না আমল স্বল্প/আড্ডা গাড্ডা চিনি হলে স্বল্প/

ঘরে বলে বুঝে চলো/সংসারের গল্প/কথা কি জটিল লাগে

বুঝাই তো সহজে/চরিত্র শুধরাতে চাও ভুতুড়ে জাহাজে/

গল্প যত আছে ধর্মে/কর্মের কথা কয়/

কাপড় তো তাই বলে সুতা যা কয়/

ঘটে যত নয় ছয়/সংসারের বাগানে/

চাইলেই ভালো থাকা যায়/

জাগলে রোজ আজানে//

চাইলেই ভালো থাকা যায়

উনিশে মে ২০২৫

Comments

    Please login to post comment. Login