হায়!
সময়ের কাঁটা কেচিতে কেটে পথে রয়ে গেছি পরে,
বেলা গেছে কেটে কত দূর হল ফিরিনাই তবু ঘরে।
গপ্পের জেরে ভুলো মনে থাকি পথে হয়ে গেল দেরি,
পথে পরে থাকা নেড়িরাও হাসে এইতোর বাহাদুরি।
বাকি পথহারা খরকুটা যারা পায় বিচারের ভার,
নিক্তিতে মেপে দাম হয়ে যান ব্যাস-আঁকা-কারিগর।
কিন্তু,
পথভোলা আমি ঘর চিনি তাই পথ নিয়ে নাই সংশয়
যতই কাটুক সময়ের কাঁটা দিক খুঁজে নেবো নিশ্চয়।
শুওর সহবাসের ফতোয়ায় সেই কবে দিছি সমন-জারি
আমার মূল্য আমি বেধে দেই কিনুক না যে কারিগর-ই
দ্বিধায় বেচেছি লজ্জার দাম পয়সা পাইনি পুরোটা,
বাকি থাকে সব বাকি থাকে সব লিখে রাখি সূত্রটা।