Posts

গল্প

কাল্পনিক বাজার " পর্ব-৩

November 7, 2025

Salma Khatun

34
View

এক বৃদ্ধা তার বয়স ৬৫ বছর, পিঠে অনেক বড় কুজ আছে। কিন্তু তার কেউ নেই, এক মেয়ে ছিল তার বিয়ে হয়ে গেছে, সেও মাকে দেখাশোনা করতে পারেনা। বৃদ্ধার অনেকগুলো কবুতর,হাঁস   মুরগি আছে যা বাড়িতে পোষা হয়। কিন্তু বৃদ্ধার কুজ  নিয়ে কাজ করতে খুবই সমস্যা হয়। মাঠ থেকে খড়ি কেটে আনতে হয়,বৃদ্ধাকে বাজারে কবুতর, হাঁস, মুরগিও সবজি বিক্রি করতে হয়।এ বৃদ্ধাএকা একা একটা লাঠি নিয়ে বের হয়ে বাজারে যায় তাকে কেউ সাহায্য করে না। রাতে বৃদ্ধা  তার ঘরে একা একা থাকে, কষ্ট দেখে একজন পরিচিতা বলে যে, ওই জাতীয় বাজারে যাও,সেখানে  অনেক ধরনের শিশু পাওয়া যায়। তুমি একজন অসহায় শিশুকে নিয়ে আসো, সে তোমাকে সাহায্য করবে,  লোকটির কথা শুনে  এবং বৃদ্ধার জমানো টাকা নেই আর তার লাঠি নিয়ে ভর করে ওই জাতীয় বাজারে যায়, প্রথমে বৃদ্ধাকে বাজারে  ঢুকতে দেওয়া হয় না, বৃদ্ধা বলে যে আমি একজন অসহায় শিশুকিনব। আমার কাছে টাকা আছে।তারপর বৃদ্ধাকে ভিতরে ঢুকতে দেয়। বৃদ্ধা ফর্মালিটি পূরণ করে। বাজারে ঢুকে অনেক শিশু দেখে কিন্তু তার বাজেটে কোন শিশু পায় না

Comments

    Please login to post comment. Login

  • Salma Khatun 4 weeks ago

    গল্প গুলো কেমন লাগলো জানালে ভালো হতো