যাযাবরমোঃ নাহিদ হোসাইন অন্তরীক্ষ যখন কালো,ঝরে বারি, বৃষ্টির জলে গাঁ বেজায় কালো নারী। সাগরে যেনো সে এক লহরী, প্রকৃতি যেনো এক নন্দনের নারী। সরাতে না পারি দিলের আঁখি, চাতক পাখির মতো চেয়ে থাকি। আপন হাতে তাকে গড়েছে বিধাতা, চোখ দিয়েছে তাকে এক সবিতা। কালো নারীর দেহে নেই স্বর্ন, আছে নানা রূপ নানা বর্ন। রূপে যেনো উজ্জ্বল কাঠ কয়লার আগুন, আলোর পোকা যেনো গায় তার গুন। আমার পরিবার যেনো কালো নারী, তাকে জরিয়ে যেনো রাত্রি যাপন করি। লতাপাতায় ছাউনি প্রকৃতির ঘর, আমি যেনো প্রকৃতি প্রেমি যাযাবর। |
|---|
19
View