তিলোত্তমা ঢাকার বাঁধনে যাঁরাই জড়িয়েছেন, তাঁরাই তাঁদের কাজে-কথায়-গানে-লেখায় তুলে এনেছেন ঢাকাকে। ঢাকায় বাস করলেও ঢাকাকে জানা হয়ে ওঠেনি অনেকেরই। এই গল্প, কথা, গান ঢাকাকে চিনতে সাহায্য করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই! 'ঢাকা' শহরকে নিয়ে কী কী গান আছে, জানতে চান না?