পোস্টস

চিন্তা

সভ্য ও সভ্যতা

১১ জুন ২০২৪

মোঃ সিফাত আল ইসলাম

মানুষ ছিল সভ্য মানুষ সভ্যতার সময়ে
মানুষ এখন পাল্টে যাচ্ছে ডিজিটাল যুগের কারণে,
আগে মানুষ কিনত কাঁসার পাত
এখন মানুষ টিন না দিয়ে ইট দিয়ে বানাচ্ছে ঘরের ছাদ।

 

দেখো সময় কেমন যাচ্ছে পাল্টে
মানুষ তেমনি যাচ্ছে সাথে উল্টে,
আগের চেয়ে মানুষ হচ্ছে অসভ্য
এখনকার চেয়ে আগে মানুষ ছিল সভ্য।

 

সভ্যতা পাল্টে যাওয়ার একি কারণ
প্রাচীন যুগের জীবজন্তুর হচ্ছে মরণ
মানুষ আরও উন্নত হচ্ছে বুদ্ধির কারণে
মানুষ নিজে নিজেকে ঠেলে দিচ্ছে মরণে।