শুভ সকাল/ আশা করি সকলেই খারাপ আছেন/কারণ ভালো থাকা ভালো না/সকলের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক/
যেখানে কোন রহমত নাই/ সেখানে কোন শান্তি নাই/মানুষ সারাদিন শান্তি শান্তি করে/ কিন্তু কিসের শান্তি ওই ফিকির না করে/ শান্তির ফিকির কেন রহস্য প্রিয় গরিব/সকলেই রহমতের গরিব/কিছু পরে না/ কিছু ফলে না/ কেউ যোগ্য বলে না/
সব রহমতের গরিব/চাল গেছে উড়ে/ খাল গেলে শুকিয়ে/ তবু বলে না
ফিকির তো করি নাই/ মোরা ঘড়িবহুদিন পড়ি নাই/ ডিজিটাল কি এনালগ/ শেখানো রহমত নাই/
শিশু থেকে যৌবন যৌবন থেকে বুড়ো/ গরিব রহমত বুঝি নাই/
ন্যায্য কথা নাই/ ন্যায্য বিচার নাই/ ন্যায্য সর্বোত্তে নাই/ চিনি কেন কম লাগে/ বলে/ এখনো বুঝে নাই কানা/কোথাও রহমত নাই/বৃষ্টি আসে আর যায় ওই রহমতের জলে কেউ গোসল সারে নাই/রহমতের কাঙ্গাল সহ/ গরিব বুঝে নাই/আধার থেকে আধারে ফিকির করে নাই/ রহমত রহমত রহমত/