বান্ধবী-কে নিয়ে লঞ্চ কেবিনে কোনো সমস্যা ছাড়া যাওয়া যায় কি?
কি কোন সমস্যা করার মতলব আছে নাকি? আপনি যদি লঞ্চ কেবিনে কোন সমস্যা না করেন,তাহলে কোন সমস্যা ছাড়ায় যাওয়া যাবে।টাকার নাম বাবাজী,, টাকা থাকলেই সব সম্ভব।
দুঃখিত😪
যাত্রাপথে খেয়াল রাখবেন যাতে আপনার দ্বারা কোন গুনাহের কাজ না হয়। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না,,নিশ্চয় শয়তান আমাদের চিরশত্রু বৈকি।
কোরানের আয়াতগুলো পড়ে নিবেনঃ- الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِئَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ
(2
ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
The woman and the man guilty of adultery or fornication,- flog each of them with a hundred stripes: Let not compassion move you in their case, in a matter prescribed by Allah, if ye believe in Allah and the Last Day: and let a party of the Believers witness their punishment
الزَّانِي لَا يَنكِحُ إلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ
(3
ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে।
Let no man guilty of adultery or fornication marry and but a woman similarly guilty, or an Unbeliever: nor let any but such a man or an Unbeliever marry such a woman: to the Believers such a thing is forbidden.
আমাদের সম্পর্কগুলো হোক হালাল ও পবিত্র। হে মানুষগণ যেখানে পথ চলতে মানুষের ভয়, সেখানে আল্লাহর ভয় কেনো তোমাদেরকে তাড়া করে না?
ধন্যবাদ,💌