Posts

কবিতা

আসল মানুষ কই?

October 17, 2024

MD Jurain Islam Jabed

Original Author আকরাম হোসাইন

নামের মানুষ জগৎ ভরা নীতির মানুষ কই?

সুযোগ পেলে সবাই খুঁজে উপর ওঠার মই।

দলের নেতা স্বদেশ ভরা জাতির নেতা কই?

জাতির মাথায় বালু রেখে ভাঁজে ওরা খই!

সবার মাঝে স্বার্থ ভরা

প্রীতির মানুষ কই? যাঁতাকলের চিপায় পড়ে জাতি যেন সই!

দেশটা আমার চোরে ভরা

আসল মানুষ কই?

আসল মানুষ মিলবে কবে আশায় চেয়ে রই?

Comments

    Please login to post comment. Login