Posts

গল্প

একদিন ভাববৈঠকে পালনবাদ

November 14, 2024

Afsana Kishwar

741
View

একদিন ভাববৈঠকে পালনবাদ
👇

ভোগীবাবার আজকাল আর শইল্যে জোশ আসে না।তীব্র গরমে মাথায় লুঙ্গি বাঁধার কারণে আকাটা চুলের গোড়ায় গোড়ায় ঘাম জমে নিউমোনিয়া হয়ে গেল এক নিমিষে।হাসপাতালের বেডে শুয়ে স্যালাইনের মাধ্যমে ওষুধ স্বীয় দেহে গ্রহণ করতে করতে গ্রামের সেই দিনগুলির কথা ভাবছিলেন ভোগীবাবা।

তাদের গ্রামের পাশের গ্রামে সব গাভী আর ছাগীকে বিচইন করাতে নিয়ে যাওয়া হতো।সেই থেকে তার নিজেকে এক উন্নত প্রজাতির ষাঁড়/রামছাগল মনে হয়,যে সব নারীকে পালান খাওয়াবে বা বিচইন করবে।পালানের কথা মনে পড়তেই তিনি পাশে বসা পুত্র দাঁতাল বালামকে ডাকেন।তাকে বলেন পুত্র আমার ভাববৈঠকী আসর হয়েছে।দাঁতাল বালাম জানে এখন তাকে ভোগীবাবার আগাপাশতলা বিহীন কিছু বাক্য খাতায় লিখে নিতে হবে এবং বহুত খুব বলে মাথা নাড়তে হবে।

দাঁতাল বালাম লিখে 'রব যেমন আমাদের পালন করেন তেমনি রবের খলিফা হিসেবে আমাদের পালন করতে হবে,পালনবাদ অধিকার না দায়িত্ব'-এটুকু লিখে গুগল ট্রান্সলেটরে দিয়ে দাঁতাল ইংলিশে তা অনুবাদ করে নিজেই আর কিছু বুঝতে না পেরে,নিজের গাহো নিজে কালো করে পেটানো ভুয়ানের কাছে ফোন করে।ভুয়ান আবার এ এলাকার ইন্টারনেট পর্ন মুক্ত রাখার অঙ্গীকারে এ পর্যন্ত এক হাজার পর্নসাইটের তালিকা করেছে।তালিকা থাকাতে এখন পর্ন সার্ফ করা সুবিধা হয়।ম্যাড্রাসের ছাত্র হওয়ায় দাঁতাল আরবী পর্ন সাইটে কতক্ষণ সার্ফ করে আওড়াতে থাকে পালনবাদ,পালনবাদ-এক পর্যায়ে হাত চলতে চলতে ভুয়ানের মনে হয় ও নিজেই নিজের স্ত্রী,নিজেই নিজের স্বামী;এসো নিজে করি এর জায়গাটা তার বেশ লাগে।

মোটু ও পাতলু এদিকে রাজু থেকে ভুয়ানকে ফোন দিলে ভুয়ান বলে দাঁতাল বালাম জানিয়েছে যোগীবাবা অরফে ভোগীবাবা আজকে গুরুবাবা হবে-তার ভাববৈঠক আছে,সেখানে বালামকে পালনবাদ নিয়ে বলতে হবে।তবে তার আগে সে আসল বাবা'র আসরে যেতে পারে যদি পেন্ডিং প্ল্যানচ্যাটটা হয়।মোটু পাতলু,ভুয়ানকে বলে আমাসকে আনতে।সবাই না হলে প্ল্যানচ্যাট জমে না।

রাংতা পেপারে দুই টাকার নোট গোল করে বাবা'র পিনিক নেয়া হলে সব বন্ধু বসে প্ল্যানচ্যাটে।ওদের আজকে মনে হয় পালনবাদের ভাববৈঠকীর বন্ধু জনস্বাস্থ্য'র গুল্লাহ কে ডাকবে।ওমা একটু পরে গুল্লাহ এলে ওরা যখন প্রশ্ন করা শুরু করে তখন গুল্লাহ বলে ওকে সেই কবে হাসপাতাল থেকে বের করে দিয়েছিলাম একসাথে তিন জেনানা নিয়ে অফিসে অপকর্ম করার জন্যে!এই সুবিধাবাদী মিথ্যুকটা মাথায় লুঙ্গি বাঁধলেই কি সাঁইজী হয়ে যাবে না কি!

আমি নাই,আমার বউকে সক্বারে জায়গা দিয়েছে বলে কি আমি ভুলে যাব! ভূত হয়েছি বলেই মনে রাখব না ও ডাচ ফান্ড এনজিওতে কিভাবে মেরে খেয়েছে! গুরুবাবার এহেন এলেমের কথা শুনে আনন্দে আবার বাবা'র পিনিক নেয়ার জন্য সবাই নড়েচড়ে বসে।

ভোগী যোগী গুরু সব সরিয়ে ওদের মনে হয় এ যেন ভণ্ডবাবার দরগায় ওরা বসে আছে;সামনে অগাধ নৈরাজ্যের হাতছানি ধর্মকে পুঁজি করে সাথে চির ফকিন্নি যে চেহারাসুরত ওদের তা মেরামতের জন্য অর্থকড়িযোগের অপার সম্ভাবনা।

অর্থকে ক্ষমতাকে ঈশ্বর ভেবে বাবায় দম দেয়া বন্ধুসকল যখন ভাববৈঠকের ধূ ধূ অডিটোরিয়ামে যায় তখন দাঁতাল বালাম মাইক্রোফোন হাতে নিয়ে বলে ফেলে পালনবাদে আমার ধরেন ব্রিডিং ভালো হয়নি,আমার মায়ের বিচইন হয়েছে বিবাহবহির্ভূত লিভ টুগেদারে তাই আজকে আমি অর্ধোন্মাদ।

আর খানিকটা উন্মাদ,মনুষ্যত্বহীন,প্রাণীসদৃশ জীবেরাই পালনবাদে লুসিফারের ক্ষমতার আস্বাদ পাবে।দাঁতাল বালামের এহেন কথায় ভুয়ানের জোড়া ভ্রু শিউরে উঠে আনন্দে,সামনে গ্লাস ভরে রক্তপান করা যাবে এই সম্ভাবনায়।মোটু ও পাতলু ভুয়ায়নকে বলে ফেলে আমাস তো পুরা ফেল আমাদের এবার কোটালপুত্র করতে ভণ্ডবাবাকে সুপারিশ করো ভুয়ান।

ভুয়ান পর্ন সাইটের তালিকা থেকে মুখ উঠিয়ে পালনবাদ পালনবাদ বিড়বিড় করতে করতে ভণ্ডবাবার গলাটিপে ধরে কতকটা বিরক্তিতে,কতকটা কারও দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার উপায় বন্ধ করতে।

Comments

    Please login to post comment. Login