Posts

চিন্তা

দলবাজির দিন শেষ!

January 12, 2025

ফারদিন ফেরদৌস

30
View

• বাংলাদেশে 'দলবাজি' এখন একটা বিরাট সমস্যায় নিপতিত হয়েছে। দলবাজির ভাত নাই হয়ে যাচ্ছে দিন দিন। আপনি যেই দলেরই হোন না কেন, বাকিরা হাডুডু খেলার মতো আপনার পা টেনে ধরবেই ধরবে। সুতরাং নির্দিষ্ট দলের কেউ এখানে সামনে আগানোর ফুরসত পাবে না। তাহলে কী উপায়? আপনি যেই রঙ্গ বা রঙেরই হোন বলবেন আমি সাদা দলের সাদামনের মানুষ। সাত রঙ একসাথে করলে সাদা রঙ পাওয়া যায়।

• যতক্ষণ আজহারী মৌলভি সরাসরি দলের এজেন্ডা বাস্তবায়নে না নেমেছেন, ততক্ষণ সব মানুষের কাছে সমান প্রিয় ছিলেন। তার কন্ঠস্বর ভালো। হিন্দি গান সুরে গাইতে পারেন। দেখতে সুদর্শন। সিক্সপ্যাক, কাউবয়, ইনট্যাক্ট, ভার্জিন জাতীয় ইংরেজি শব্দে বয়ান করতে পারেন। একদম আধুনিক ওয়াইজিয়ান। যেই না মাহফিলগুলোতে দেশের দুইমাত্র দেশপ্রেমিকের একটা জা মা য়া তে র কথা বলছেন, অমনি বাকিরা তার গোষ্ঠী উদ্ধারে নেমেছে। কাল সিলেটে কোটি টাকার মাহফিলে হাজার টাকার ওয়াজ করেই ফিরে আসতে হয়েছে।

• মোদ্দাকথা হলো আপনি সব মানুষের মন জুগিয়ে যেহেতু চলতে পারবেন না, তাহলে কখনোই বলবেন না যে, দেশের ২০ কোটি মানুষ আমার সাথে আছে। ব্যাস।🫵

লেখক: সাংবাদিক 

১২ জানুয়ারি ২০২৫

Comments

    Please login to post comment. Login