নিজ ধন পায়ে ফেলি,
আনি পর চরণ।
নিজকে ধ্বংস করে, পূজি সর্বজন।
বাউল আসর বন্ধ করে,
আনি ফতেহ আলী।
নিজ শিকড় তুলে দিয়া, সেবী পরের ও চরণ।
ভন্ডামীয় নাহি হবে কব শেষ?
কপটতায় সিদ্ধ তুমি, বাঙালি বেশ।
মনে রেখো,
ইতিহাস ভুলবে না তোমার এই ক্লেশ।
নিজ ধন পায়ে ফেলি,
আনি পর চরণ।
নিজকে ধ্বংস করে, পূজি সর্বজন।
বাউল আসর বন্ধ করে,
আনি ফতেহ আলী।
নিজ শিকড় তুলে দিয়া, সেবী পরের ও চরণ।
ভন্ডামীয় নাহি হবে কব শেষ?
কপটতায় সিদ্ধ তুমি, বাঙালি বেশ।
মনে রেখো,
ইতিহাস ভুলবে না তোমার এই ক্লেশ।