January 21, 2025 কবিতা শুন্য কুঠির শুন্য কুঠির বুঝি তার ভাঙলো বেলা দুঃখে দুরের পথের পথিক কিনা হাত উচায়ে দেখে, ভরলো বুঝি শুন্য কুটির খানা আচানক প্রেমে। স্বপ্ন যে তারও বুকে খেলা করে শত বছর ধরে। পথে ছিল কত পথিক,এখন দুর্বা ঘাসে ঢাকা, অনেক দিনই আসেনি... সুকান্ত সোম সমাজকর্মী
January 21, 2025 কবিতা নদীর কান্না শুকনো নদীর কান্না থাকে, দেখে না কেউ, জল ভরা নদীর কান্নায় উছালা পড়ে ঢেউ। শুকনো নদীর আপন কেহ রয়ে না পাশে, খড়খড়ি ওঠা মাটির ঢিলা পথিক যায় পিশে। জল ভরা নদী দুকুল ভাসায় চুম্বনে ভাঙ্গে পাড়, জীবন করে উথাল পাতাল... সুকান্ত সোম সমাজকর্মী
January 21, 2025 কবিতা নতজানু কেবল তোমার দরদেই খোদা— আমার এই কিবলামুখিতা মুয়ায আবদুল্লাহ পাঠক, একাডেমিক্যালি ইতিহাস ও সাহিত্যের ছাত্র।