কবিতা
মাঝরাতের পানশালায় বসে
ব্যারাকের সৈন্যরা যদি অস্ত্রবিহীন যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে এবং জীবিত মানুষ দিয়ে কবরগুলো যদি পূর্ণ করা হয় রাষ্ট্রের জন্য বিষয়গুলো কি সত্যিই দুশ্চিন্তা হয়ে দাড়াবে? একজন উন্মাদ কবির অপঘাতে মারা যাবার ঘটনা অবশ্য দুর্লভ— তবে ভালোবাসায় পিষে যাওয়া মোটেও অস্বাভাবিক...
কবি ও লেখক