গীতি কবিতা ০০০১: ভালোবাসা চাই
বধু, ভালোবাসা চাই। তোমারই ভালোবাসা নিয়ে, ভালোবাসা দিয়ে দুজনার জীবন পূর্ণ করে যাই।। আমি তপস্যা করি, সাধনা করি, কামনা করি সর্বদাই। তোমাতে আমাতে ভালোবাসা দিয়ে পূর্নিমায় ভেসে বেড়াই। ফুলে ফুলে, দোলে দোলে, গানে গানে, সুরে সুরে দুজনায় মিলে যাই। অন্তরে...
সহযোগী অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।