ফেলুদা ফ্যান ফিকশন-কলেজ স্ট্রিটের প্রাচীন ঘড়ি রহস্য
অভিজিৎরঞ্জন ভট্টাচার্যের বয়ানে আমার কাকা, শ্রী প্রমোদেশ চন্দ্র ভট্টাচার্য, ওরফে প্রমোদা, মানুষটা সাধারণ নন। ওঁর ধূসর চোখ দুটো যেন সর্বক্ষণ সবকিছুর এক্স-রে করে চলেছে। এই সেদিন কলেজ স্ট্রিট থেকে একটা পুরনো বই কিনে বাড়ি ফিরেছি, প্রমোদা বইটার দিকে একবার তাকিয়েই...