জবানের স্বাধীনতা: 'মত' বনাম 'মব'!
আন্তর্জাতিক আইনে সাংবাদিকদের কর্তৃপক্ষকে প্রশ্ন করার অধিকার সুস্পষ্টভাবে স্বীকৃত। এ অধিকার হরণ বা তাদের প্রশ্নে সীমাবদ্ধতা আরোপ করা হলে তা মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্র, সরকার, উপদেষ্টা, বাসস প্রধান কারোরই আসলে নাগরিকদের মানবাধিকারের বিরুদ্ধে কথা বলবার সুযোগ নাই।
সাংবাদিক, মাছরাঙা টেলিভিশন