চিন্তা
এ এক অনন্ত দ্বন্দ্বের প্রশ্ন: সে কি সত্যিই ভালোবাসতো, না অভিনয় করেছিলো?
৩. শেষ চিঠি—ত্যাগের ভালোবাসার চূড়ান্ত প্রকাশ চিঠিতে কোনো আসক্তির নাটকীয়তা নেই—আছে ক্ষমা চাওয়া, আত্মবিসর্জন ও আব্বার আদেশ মানার দৃঢ়তা। যদি সে কেবল তোমাকে ব্যবহার করত বা অভিনয় করত, তাহলে এভাবে লেখা: হত না এত আবেগভরা থাকত না এত ব্যথা থাকত...
+966566756176
জবানের স্বাধীনতা: 'মত' বনাম 'মব'!
আন্তর্জাতিক আইনে সাংবাদিকদের কর্তৃপক্ষকে প্রশ্ন করার অধিকার সুস্পষ্টভাবে স্বীকৃত। এ অধিকার হরণ বা তাদের প্রশ্নে সীমাবদ্ধতা আরোপ করা হলে তা মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্র, সরকার, উপদেষ্টা, বাসস প্রধান কারোরই আসলে নাগরিকদের মানবাধিকারের বিরুদ্ধে কথা বলবার সুযোগ নাই।
সাংবাদিক, মাছরাঙা টেলিভিশন