নিউজ
মৃত্যুর পর বেস্টসেলার তালিকায় ফিরে এসেছে ওজি অসবোর্নের স্মৃতিকথা
‘আই অ্যাম ওজি’ নামের এই স্মৃতিকথাটি লিখেছেন ওজি অসবোর্ন এবং ক্রিস আইরেস। এই বইটি ২৪ জুলাই পর্যন্ত অ্যামাজনের মুভার্স অ্যান্ড শেকার্স তালিকার দ্বিতীয় স্থানে ছিল। এছাড়া ২০১০ সালে প্রকাশের পর এটি নিউইয়র্ক টাইমসের ননফিকশন ক্যাটাগরির বেস্টসেলার তালিকায় দ্বিতীয় স্থানে ছিল।