Posts

বাংলা সাহিত্য

প্রচ্ছদের গল্প

May 19, 2024

মুনীরা কায়ছান

127
View
প্রথম বই #অভিনেতা' র প্রচ্ছদের কথা যখন ভেবেছি,  আমার মাথায় ছিল এমন একটা মুখ হতে হবে যার চেহারাটা ঠিক পরিচিত হবে না কিন্তু চেহারায় থাকতে হবে আকর্ষণ আর রহস্য। 
 আগের মার্বেল পাথর নিয়ে কাজ করা ভাস্কররা ভাস্কর্যে সাধারণত কোন খাঁজ কাটতেন না। কারণ বাস্তবে আমাদের চোখে খাঁজ থাকে না। কে প্রথম এই ব্যাপারটা নিয়ে কাজ করেন এখন ঠিক স্মরণ আসছে না। হালকা খাঁজ দিলে চোখে একটা বাস্তবতা চলে আসে-প্রাণ জন্মে। সাদিত যখন প্রথম আমাকে ছবিটা এঁকে দেখাল, আমার মনে হয়েছিল আমি এমন কোন মুখই হয়ত চেয়েছিলাম। আমার #অভিনেতা 'র চোখে এমন রহস্য ছিল পর্যাপ্ত পরিমাণে।  
দ্বিতীয় প্রচ্ছদটা #চন্দ্রভুক এর। চাঁদ খেয়ে ফেলে যে অমাবস্যা, সুনীলের চোখে তাই চন্দ্রভুক। আমার গল্পটা অনেক যত্ন করে লেখা। আমি চোখের সামনে ভাস্করকে মূর্তি নিয়ে কাজ করতে দেখতাম। পড়েছি প্রচুর ভাস্কর্য নিয়ে। একজন ভাস্কর কতটা মমতা নিয়ে তার শিল্প গড়েন সেই আবেগ আমি লেখার অক্ষরে আনতে চেয়েছি। প্রথম আমি প্রচ্ছদটা দেখে এই আবেগ অনুভব করেছি আবার। 
তৃতীয় বই #তেরো_ঘর_এক_উঠোন এর প্রচ্ছদ নিয়ে আমার নিজস্ব কোন ভাবনা আসলে ছিল না। প্রিয় মাইশা তাবাসসুম আমার পর্দাটানা ভাবনায় এত সুন্দর আলো ফেলবে ধারণাই করিনি... তবে এটা চাইছিলাম খুব করে যে এই বইয়ের প্রচ্ছদ একদম ঝলমলে কোন রঙের হোক। প্রথম বইয়ের কাভার ছিল কাল, আর দ্বিতীয় বই নীলচে কাল। তাই এই ভাবনা কাজ করেছিল তৃতীয় বইয়ের জন্যে... 
 ভালবাসা এবং কৃতজ্ঞতা তার জন্যে... 
ইবুক লিংক-
 https://link.boitoi.com.bd/LXj1
মিস্ট্রি থ্রিলার চন্দ্রভুক হাতে পাবার লিংক -
https://www.rokomari.com/book/220431/chandrovuk
বুকমার্ক এ অর্ডার লিংক -
https://bookmark.com.bd/products/chandrovuk
ইবুক লিংক-
https://link.boitoi.com.bd/LXj1


Comments

    Please login to post comment. Login