কবিতা
মানুষ ও মুখোশ
জনগণ আর প্রশাসনের পারস্পারিক মিথস্ক্রিয়ায় পৃথিবীতে ফুলের ফলন এবছর ভালোয় হয়েছে। সদ্যেজাত এই স্বর্গের সন্তানদের সৌরভকে বোতলজাত করে বানানো বিভিন্ন ভ্যারিয়েন্টের পারফিউম প্রেসিডেন্টের অস্বস্তি ঢাকবে এইবার। অবশেষে কাঁটাতার দিয়ে অরণ্যগুলোকে বয়কট করেছে জনপদ- মানবশিশুকে আর তুলে নিতে পারবে না ধূর্ত...
কবিতায় কান পেতে বসে থাকা আমার অসুখ...