স্বর্ণভূমির প্রতি
অপার সাগর তীরে, পল্বল দুহিতা,
তৃণাচ্ছাদিত মণি যেন, আদরে দুলিছ,
মন্থন হতে উদিত কাঞ্চণ শোভাময়ী
জননী বঙ্গভূমি! কুটিরে তোমার ওকি ধ্বনি?
ওকি হাহাকার, বক্ষ চিরি উঠে অন্ত্যরীক্ষে
‘হা পুত্র, হা আত্মজ, কি হেতু তোমারে—
স্বর্ণভূমির ভরসা—সূতানালি সাপে কাটি...