কবিতা (Premium)
পূর্ণতা আর অপূর্ণতা অনেকটা পথই তো হেঁটে এলাম! হেঁটেছি যেমন ফুলের বনে, হেঁটেছি তেমনি মরুদ্যানে। শ্বাপদ, সরীসৃ্পের সাথে হেঁটেছি, সাধু বৈরাগীদের সাথেও হেঁটেছি। পাখিদের কলকাকলিতে হেঁটেছি, শ্বাপদের হুঙ্কারের মাঝেও হেঁটেছি। স্নেহ-মমতা, শ্রদ্ধা-ভালোবাসা, ঈর্ষা-বিদ্বেষ, সহায়তা প্রতারণা এসব নিয়েই তো এতটা পথ...
Service