চিঠির শেষ লাইন (Premium)
"আমরা বিজয় পেয়েছি। কিন্তু এই বিজয়ের জন্য অনেকেই তাদের স্বপ্ন, ভালোবাসা আর জীবন দিয়ে গেছে। তাদের ভুলে যেও না।" চোখের পানি মুছে মাধবী আকাশের দিকে তাকায়। তার মনে হয়, দূরে কোথাও সজীব দাঁড়িয়ে মুচকি হাসছে।
অবসর সময়ে লেখক কবিতা ও গল্প লেখতে সাচ্ছন্দ্যবোধ করেন।