মৃতদের কাগজপত্র (Premium)
"অভ্র, সময় এখনো তোমার। নিজের সীমারেখা বুঝে চল। অন্যথায়, তুমি নিজেই এই অফিসের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে।" অভ্র সে চিঠিটি সংরক্ষণ করে রেখে দিল। সে জানত, ভবিষ্যতের রহস্যে না জড়ানোই শ্রেয়। কিন্তু অফিসটি ছেড়ে যাওয়ার সময় তার মনে বারবার প্রশ্ন...
অবসর সময়ে লেখক কবিতা ও গল্প লেখতে সাচ্ছন্দ্যবোধ করেন।