বিশ্বসাহিত্য কেন্দ্রে চলছে বইয়ের জাহাজের ব্যতিক্রমী প্রদর্শনী
বইয়ের জাহাজের প্রদর্শনীতে বেশ কিছু দুর্লভ, বর্ণিল ও বিশেষ সংস্করণের বইয়ের পসরা রয়েছে। এছাড়া বিভিন্ন মহাদেশের সংগ্রহযোগ্য মুখোশ, ব্রোঞ্জের ভাস্কর্য, দাবার বোর্ডও রাখা হয়েছে। প্রদর্শনীতে দেখার পাশাপাশি, সীমিত আকারে কেনার সুযোগও থাকবে।