উরসুলা কে. লে গুইন প্রাইজ পেলেন শ্রীলংকার লেখক বজ্র চন্দ্রশেকেরা
চন্দ্রশেকেরা তার দ্বিতীয় উপন্যাস 'রেকসফল' এর জন্য এ পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে তিনি পাবেন ২৫ হাজার মার্কিন ডলার। গত বছরে প্রকাশিত এই উপন্যাসটিতে শ্রীলংকার গৃহযুদ্ধের প্রেক্ষাপটে অ্যানেলিড এবং লেভেরেট নামের দুই আত্মার গল্প বলা হয়েছে।