কবিতা
অজস্র কাঁটার আলিঙ্গনে | শাহাদাত সুফল
অস্তিত্বের ইথারে ভাসে আজন্মের ইতিহাস আমি ভুলে গেছি কালের পাখিদের গান, শহীদের রক্তাক্ত জখম; হৃদয়ের প্রান্তর পাথরের দেয়ালে হয়েছে পরিণত; রক্ত কী জানে বুলেটের আঘাতের মানে! রাজপথ রঞ্জিত করে ভাসায়- ফসলিয়া তরুণের উজ্জীবনের গান, নয়া-ইতিহাস রাষ্ট্রকাঠামোর বন্দোবস্ত ও আগামীর ফুল...
কবি ও গবেষক
সহযোগী অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।