গাজায় ইসরায়েলি আধিপত্য বনাম মুসলিম বিশ্বের লজ্জাজনক নীরবতা
মুসলিম বিশ্বের নেতৃত্বকে বুঝতে হবে—ইতিহাস সবসময় নীরবতার মূল্য চোকাতে চায়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবার সময় কিন্তু খুবই সীমিত। মুসলিম বিশ্ব যদি নিজেদের পায়ে দাঁড়াতে না পারে, ভাঙা ঐক্যের সেতুবন্ধন না গড়ে; তাহলে তার যথোচিত কিংকর্তব্যের সুসময় আরও ক্ষীণ হয়ে আসবে।

সাংবাদিক, মাছরাঙা টেলিভিশন