টিউলিপ সিদ্দিক কেন পদত্যাগ করলেন?
মন্ত্রিত্বের মতো পাওয়ারে থাকলে যাতে তদন্ত প্রভাবিত না হয় সেজন্য পদত্যাগ হলো আত্মমর্যাদা রক্ষার বড় পন্থা। এই যে কোড অব কন্ডাক্ট বা আচরণবিধিতে শুদ্ধাচার প্র্যাকটিস করা, ইউরোপ-জাপান-সিঙ্গাপুরের মতো সভ্য ও কল্যাণরাষ্ট্রগুলো হাজার বছর কাঠখড় পুড়িয়ে তা অর্জন করে নিয়েছে।
সাংবাদিক, মাছরাঙা টেলিভিশন