বৈশাখ নিয়ে নাটক কম কর পিও!
আমরা জানি যারা আগে আওয়ামী লীগের নামে জপমালা জপত, সকল সুবিধাবাদিতা কড়ায় গন্ডায় পুষিয়ে নিত তারাই এখন নতুন স্রোতে রঙ মিশিয়েছে। আপনারা সবখানে সমানভাবে মিশতে জানেন। তালগাছটাও নিজের করে রাখতে জানেন। অতঃপর 'বৈশাখী আনন্দ শোভাযাত্রা' যা হওয়ার তাই হবে!

সাংবাদিক, মাছরাঙা টেলিভিশন