২০২৫ সালের ওয়াল্টার স্কট প্রাইজের লংলিস্ট প্রকাশ
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অ্যাবটসফোর্ড ট্রাস্ট ওয়াল্টার স্কট প্রাইজের লংলিস্ট বা দীর্ঘ তালিকাটি প্রকাশ করেছে। প্রাথমিক এই তালিকায় জায়গা পেয়েছে ১২টি ঐতিহাসিক ফিকশন। জুন মাসে বর্ডারস বুক ফেস্টিভালে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ২৫ হাজার পাউন্ড।