- স্ট্যাটাস অ্যাক্টিভ
- মেম্বার হয়েছেন ২০ জুন ২০২৪
- পোস্ট সংখ্যা ৮
- পোস্ট কিনেছেন ০
- পোস্ট বিক্রি হয়েছে ০
প্রাবন্ধিক, কলাম লেখক ও জেলা লাইব্রেরিয়ান, শেরপুর
পৃথিবী নামক এই সুবিশাল পাঠশালার একজন নগণ্য শিক্ষার্থী। প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শেখার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ, সম্পন্ন ও পরিণত মানুষ হিসেবে গড়ে তোলাই যার ব্রত। তথ্য ও জ্ঞানের রাজ্যে তার বসবাস। পেশায় জেলা লাইব্রেরিয়ান হিসেবে গণগ্রন্থাগার অধিদপ্তরের আওতাধীন শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে কর্মরত রয়েছেন। আনুষ্ঠানিক লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে নিয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী। যদিও অনানুষ্ঠানিক লেখাপড়াই তার আগ্রহের কেন্দ্রবিন্দু। নেশা ও পেশা দুটোই- পড়া ও পড়তে উদ্বুদ্ধ করা। আর পড়তে পড়তেই মাঝে মাঝে কলম ও কী-বোর্ড নিয়ে মনের বিক্ষিপ্ত ভাবনাগুলোকে অক্ষরে রূপ দেয়ার চেষ্টা করেন। আনুষ্ঠানিক লেখাপড়া ও পেশাগত কারণে বই পড়া, জ্ঞানার্জন, লাইব্রেরি ইত্যাদি বিষয় নিয়ে লিখলেও মানুষ ও মানুষের জীবন ঘনিষ্ট নানা বিষয়ে জানার, শেখার ও লেখার আগ্রহ পান প্রতিনিয়ত। দেশি-বিদেশি বিভিন্ন ম্যাগাজিন, জার্নাল, সংবাদপত্র, সাময়িকীতে এপর্যন্ত তার প্রকাশিত প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা প্রতিবেদন, কলাম ইত্যাদির সংখ্যা পনেরটি।